রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১, ০৭:১০:৩৫

প্রতিদিনই নতুন নতুন নারীর সঙ্গে দেখা হতো বুলবুলের

প্রতিদিনই নতুন নতুন নারীর সঙ্গে দেখা হতো বুলবুলের

নিউজ ডেস্ক : পরিচয় দিতেন এসএসএফ কর্মকর্তা হিসেবে। বিভিন্ন ব্র্যান্ডের দামি হাত ঘড়ি চশমা। দামি পোশাকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। প্রতারক বুলবুলকে এক সহযোগীসহ গণভবন এলাকা থেকে আটক করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ।
 
মাসের ত্রিশ দিনে পরতেন ত্রিশটি সানগ্লাস, হাতে নামি দামি ব্র্যান্ডের ঘড়ি, পোশাকেও রাখতেন আভিজাত্যের ছাপ। কখনো পরিচয় দিতেন এসএসএফ কর্মকর্তা কখনো বা সরকারি কোনো দফতরের উচ্চপদস্থ কেউ। জমিজমার বিবাদ মীমাংসা ও চাকরি দেয়ার কথা বলে করতেন প্রতারণা। প্রত্যেকদিন আলাদা আলাদা নারীদের সঙ্গে থাকত তার অ্যাপয়েন্টমেন্ট। 

বিয়ের প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিতেন কোটি কোটি টাকা। সহযোগী মনিরসহ প্রতারক বুলবুলকে গণভবনের সামনে থেকে আটকের পর সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও জোনের উপ-কমিশনার (ডিসি) হারুন উর রশিদ।
 
জানানো হয়, বুলবুলের মিরপুরের পল্লবীর বাসা থেকে বিপুল পরিমাণ মোবাইল সিম কার্ড, দামি ঘড়ি, চশমা ও স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন ব্যাংকের চেক বই ও জমির দলিল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বুলবুল তার প্রতারণার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় প্রতারণার মামলা করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে