বুধবার, ০৬ জানুয়ারী, ২০১৬, ০৩:৫৩:০৫

ফেসবুকের সঙ্গে আবার তারানা হালিম

 ফেসবুকের সঙ্গে আবার তারানা হালিম

নিউজ ডেস্ক : ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে আবার বসছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এ লক্ষ্যে ১১ জানুয়ারি সিঙ্গাপুর যাচ্ছেন তিনি। ১২ জানুয়ারি আলোচনায় বসবেন তারানা হালিম। এর আগে ৬ ডিসেম্বর সরকারের সঙ্গে আলোচনার জন্য ফেসবুকের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছিল। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তারানা হালিম। তিনি বলেন, ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে আমাদের আলোচনা চলছে। তারা ঢাকায় এসেছিল। এখন আমরা সিঙ্গাপুরে গিয়ে আলোচনা করব। তাদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতেই আলোচনায় বসা। একই সফরে গুগল ও মাইক্রোসফটের সঙ্গেও বৈঠক করবেন বলে জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সামাজিক-সাংস্কৃতিক মানদণ্ড পশ্চিমা বিশ্বের মানদণ্ডের সঙ্গে মেলে না। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেক সময় নারীর প্রতি অবমাননাকর দৃশ্য দেখা যায়। তিনি বলেন, বাংলাদেশে ফেসবুকের একটি শাখা অফিস যেন থাকে, এটা আমরা চাইব। বাংলাদেশের মানুষ অনেক বেশি ফেসবুক ব্যবহার করেন। বাজার হিসেবেও বাংলাদেশ কম বড় নয়। বাংলাদেশে ফেসবুকের একটি শাখা অফিস থাকলে উভয়েরই কাজের সুবিধা হবে। তারানা হালিম এও বলেন, বৈঠকে এ পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে কী পরিমাণ তথ্য চাওয়া হয়েছে ও ফেসবুক কর্তৃপক্ষ কী পরিমাণ তথ্য দিয়েছে তার একটি চিত্র তাদের কাছে চাইব। ৬ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে