নিউজ ডেস্ক : ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য ৬০ ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ৮০ কর্মদিবসের সিলেবাস প্রণয়ন করা হয়েছে। আর এ জন্য তাদের সপ্তাহে ছয়দিন ক্লাস করানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে মন্ত্রী এ সিদ্ধান্তের কথা জানান। শিক্ষামন্ত্রী জানান, আগামী ৩০ মার্চ দেশের সব স্কুল-কলেজ খুলে দেওয়া হবে। এ সময় আসন্ন রমজান মাসে ক্লাস বন্ধ রাখার কোনো পরিকল্পনা নেই।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা যখনই শিক্ষা প্রতিষ্ঠান খুলব তার পরে এসএসসিদের ক্ষেত্রে ৬০ কর্মদিবস এবং এইচএসসিদের ক্ষেত্রে ৮০ কর্ম দিবস ক্লাস করানো হবে। তারপর তাদের পরীক্ষার আগে দু-এক সপ্তাহ সময় দিয়ে তারপর তাদের পরীক্ষা নেওয়া হবে।
তিনি আরও বলেন, যদি আমরা মার্চের ৩০ তারিখ শিক্ষা প্রতিষ্ঠান খুলি তাহলে তারপর থেকে এসএসসিদের ক্ষেত্রে ৬০ ও এইচএসসিদের ক্ষেত্রে ৮০ কর্মদিবস সহ মাঝে ঈদের ছুটি এবং অন্যান্য কিছু ছুটি মিলিয়ে হয়তো পরীক্ষা জুলাই মাসে হতে পারে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে শিক্ষক কর্মচারীদের টিকা দেয়ার কাজ শেষ করা হবে।
মন্ত্রী বলেন, পুরো রোজায় ক্লাস বন্ধ রাখার পরিকল্পনা নেই। শুধু ঈদের সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ক্লাস ফাইভে সপ্তাহে ৫ দিন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে সপ্তাহে ৬ দিন এবং বাকিদের ক্ষেত্রে সপ্তাহে ১ দিন করে ক্লাস হবে। প্রাথমিকের দেড় লাখ শিক্ষক এর মধ্যে টিকা নিয়ে নিয়েছেন। দ্রুত বাকিদের রেজিস্ট্রেশান নিশ্চিতের চেষ্টা করা হচ্ছে।