নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে ভিক্ষুকমুক্ত হয়েছে বাংলাদেশ। গৃহহীনরা পেয়েছেন ঘর। যা কখনও কেউ ভাবেনি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁর আত্রাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশের যত অর্জন সবকিছু সাথে বাংলাদেশ আওয়ামী লীগের নাম জড়িয়ে আছে। আওয়ামী লীগ শুধুমাত্র স্বাধীনতা নেতৃত্বদানকারী সংগঠন নয়। এদেশের সকল অর্জনের অবিচ্ছেদ্য অংশ।’ মন্ত্রী আরও বলেন, ‘স্বাধীনতার দীর্ঘদিন পর আওয়ামী লীগ সরকারের হাত ধরে একের পর এক সাফল্য আসছে।’
আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি নরেন্দ্র নাথ দত্তের সভাপতিত্বে সম্মেলনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল ও নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জন এবং জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক প্রমুখ বক্তব্য রাখেন।
সভা শেষে আত্রাই উপজেলা আওয়ামী লীগের নরেন্দ্র নাথ দত্ত দুলালকে সভাপতি ও আক্কাস আলীকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।