সোমবার, ০১ মার্চ, ২০২১, ১০:৪৩:২৮

এটা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে, তাদের এ অবস্থায় কেন বিয়ে দিতে হবে!- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর

এটা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে, তাদের এ অবস্থায় কেন বিয়ে দিতে হবে!- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর

ইবি প্রতিনিধি: রোববার (২৮ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১২টার দিকে একসঙ্গে অবস্থান করার বিষয়টি এলাকার লোকজন বুঝতে পারে। পরে এলাকাবাসী তাদেরকে আটকে রেখে উভয়ের পরিবারের সদস্যদের খবর দেয়।

এরপর বিকেল ৫টার দিকে উভয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে তিন লাখ টাকা মোহরানায় তাদের বিয়ে সম্পন্ন হয় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, আমি বিষয়টি শুনেছি। এটা খুবই দুঃখজনক ঘটনা। এটা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে। বিয়েটা পারিবারিক ভাবে হলে ভালো হতো। তাদের এ অবস্থায় কেন বিয়ে দিতে হবে!

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে