খালেদার আহ্বান, আ.লীগের নাকচ
নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংলাপের আহ্বান নাকচ করে দিয়েছে আওয়ামী লীগ। দেশের রাজনৈতিক সঙ্কট নিরসনে গতকালের সমাবেশে সংলাপের আহ্বান জানিয়েছিলেন তিনি।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম-মহাসচিব মাহবুব-উল আলম হানিফ বলেন, দেশে এখন কোনো সঙ্কট নেই। প্রত্যাশার চেয়ে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের মানুষের ওপর সরকার আস্থা সৃষ্টি করেছে। সঙ্কট এখন পাকিস্তানি খালেদার মনে।
বুধবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মাহাবুব-উল আলম হানিফ বলেন, কার সঙ্গে সংলাপ করবো? যে নেত্রী একাধিকবার প্রধানমন্ত্রী ছিলেন, তিনি ব্যক্তিগত খায়েশ মোটানোর জন্য নিরীহ-নিরপরাধ মানুষের ওপর পেট্রলবোমা হামলা চালিয়ে মানুষ হত্যা করেছেন। ২০১৫ সালে ৫ জানুয়ারি পর ৮০ দিন পেট্রলবোমা হামলা চালিয়েছিলেন কার স্বার্থে, প্রশ্ন রাখেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ কোনো খুনি-হত্যাকারীর সাথে বৈঠক করা পছন্দ করে না। আন্দোলনের নামে যে ১৪৭ মানুষকে পুড়িয়ে হত্যা করা হলো, তাদের জন্য একবারও দুঃখ প্রকাশ করলেন না। এজন্য নিহত পরিবার ও জাতির কাছে বেগম জিয়া একবারও ক্ষমা চাননি।
হানিফ বলেন, খালেদা জিয়া সঙ্কট ও সংলাপের কথা বলার আগে মানুষ হত্যার দায়ে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। একদিকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন আবার আরেকদিকে যুদ্ধাপরাধীদের সঙ্গে আতাত করে দেশবিরোধী ষড়যন্ত্র করছেন। ষড়যন্ত্রকারীর সঙ্গে কিসের সংলাপ?
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সুজিত রায় নন্দী, ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
৬ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�