বিশ্ব ইজতেমায় বিনামূল্যে ১৯৫টি বাস দিচ্ছেন ডিপজল
ঢাকা: বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল তার নিজস্ব প্রতিষ্ঠান ‘ডিপজল এন্টারপ্রাইজ’ এর পক্ষ থেকে এবারের বিশ্ব ইজতেমায় আগত মুসল্লীদের জন্য বিনামূল্যে ১৯৫টি বাস দেয়ার ঘোষণা দিয়েছেন। সোমবার সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য জানালেও আজ একটি দৈনিক পত্রিকাকে ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রথম পর্বে ৩৯টি জেলার ধর্মপ্রাণ মুসলমান ছাড়াও এতে অংশ নেবেন দেশ বিদেশের লাখ লাখ মুসলমান।
এ বিষয়ে ডিপজল বলেন, আমার ভাগ্যে যেটা ছিল আমি সেটাই করছি। অনেক মানুষের অনেক কিছুই আছে, কিন্তু মানুষের জন্য কিছু করা হয় না। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমি আমার ১৯৫টি বাসের মাধ্যমে দেশের ৩৯টি জেলায় ফ্রি সার্ভিস দেব। আগামীকাল বৃহস্পতিবার থেকে বিভিন্ন জেলা শহর থেকে মুসল্লিদের আনা শুরু হবে এবং রবিবার আখেরি মোনাজাতের পর আবার সবাইকে নিজ নিজ জেলায় পৌঁছে দেওয়া হবে।
এর আগে ফেসবুকে ডিপজল লিখেছিলেন, প্রতিবছরই ইচ্ছা থাকে ইজতেমায় গিয়ে লাখো মুসল্লির সাথে সময় কাটাব। আমি শুনেছি সেখানে গেলে মানুষের মন পরিবর্তন হয়। এই বছর ইনশাল্লাহ্ অবশ্যই যাব। এবং সবার সাথে দুদিন সময় কাটাব।
সূত্র: কালের কণ্ঠ
৬ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল
�