রবিবার, ১৪ মার্চ, ২০২১, ০৪:৩৪:২২

সামনে 'বড় বিপদের' শঙ্কা দেখছেন স্বাস্থ্যের মহাপরিচালক

সামনে 'বড় বিপদের' শঙ্কা দেখছেন স্বাস্থ্যের মহাপরিচালক

নিউজ ডেস্ক : দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় স্বাস্থ্যবিধি মানতে কঠোর হতে বললেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশীদ আলম। অন্যথায় বড় বিপদের শঙ্কা দেখছেন তিনি। রোববার (১৪ মার্চ) ঢাকার শ্যামলীর টিবি হাসপাতালে ওয়ান স্টপ টিবি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

স্বাস্থ্যের মহাপরিচালক বলেন, শেষ দুই মাস আমরা কিছুটা স্বস্তিতে ছিলাম। মনে করেছি করোনা চলে গেছে, তাই আমরা কিছু মানি নি। কিন্তু এভাবে চলতে থাকলে সামনের দিকে আমরা আরও বড় বিপদে পড়ব। বর্তমানে আবার আইসিইউ'র চাহিদা বাড়ছে জানিয়ে স্বাস্থ্যের মহাপরিচালক বলেন, 'গত কয়েকদিন ধরে আইসিইউ বেড পেতে হিমশিম খেতে হচ্ছে মানুষকে। আমিও বেশ কিছু ফোন পেয়েছি। 

খুরশীদ আলম বলেন, এখন তরুণরা আক্রান্ত হচ্ছে, আক্রান্তদের অনেককেই আইসিইউতে ভর্তি করা লাগছে।' স্বাস্থ্যবিধি মানার বিষয়টি জোরদার করতে এরইমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের সব হাসপাতালকে প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে; সারা দেশে আইসিইউগুলো প্রস্তুত রাখতে বলা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে