১১ বছরের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম
নিউজ ডেস্ক : ফের নিন্মমুখী জ্বালানি তেলের দাম।এবার নেমে গেছে ৩৫ ডলারের নিচে, যা ১১ বছরের মধ্যে সর্বনিম্ন।
বুধবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আগের মতোই দর কমে যাবার প্রধান কারণ বিপুল পরিমাণ উদ্বৃত্ত।
মধ্যপ্রাচ্যে সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধির পর বিশ্লেষকদের দাম বৃদ্ধির ইঙ্গিতকে ভুল প্রমাণ করে আবার কমতে শুরু করেছে তেলের দাম। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের উভয় বাজারেই বুধবার আড়াই থেকে সাড়ে তিন শতাংশ পর্যন্ত কমেছে দাম।
অথচ আগের দিনই দাম বেড়ে ব্যারেলপ্রতি ৩৮ ডলারে কেনাবেচা হয়। বিবিসির প্রতিবেদনে এ ওঠানামাকে 'রোলার কোস্টার' হিসেবে উল্লেখ করা হয়েছে।
তেল উৎপাদনকারী প্রধান এ দুই দেশের মধ্যে টানাপোড়নের পর ইতিমধ্যে উদ্বৃত্ত মজুদে ভাসতে থাকা বিশ্ববাজারে সরবরাহ হ্রাসের যে গুজব ছড়িয়ে পড়েছিল তা বাতিল করে দিয়েছে ওপেক।
বুধবার ইউরোপে লেনদেনের এক পর্যায়ে ব্রেন্ট ক্রুড ৩৪ দশমিক ৮৩ ডলারে নেমে যায় পরে অবশ্য দাম কিছুটা দাম বেড়ে ৩৫ দশমিক শূন্য ৭ ডলারে ওঠে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে ৩৫ দশমিক ৫১ ডলারে কেনাবেচা হয়েছে।
৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ