বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১, ০৮:১৯:৩২

ব্রেকিং- গুরুতর হার্টঅ্যাটাকের পর লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে

ব্রেকিং- গুরুতর হার্টঅ্যাটাকের পর লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে

নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আমিন চৌধুরী ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী করোনা আক্রান্ত হয়েছেন। 

বুধবার (১৭ মার্চ) রাতে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এরমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান রাজধানীর ইউনাইটেড হাসপাতালে কোভিড আইসিইউতে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আমিন চৌধুরী সিএমএইচ-এ কোভিড আইসিইউতে চিকিৎসাধীন। বুধবার সন্ধ্যায় গুরুতর হার্টঅ্যাটাকের পর লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে তাকে। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। এছাড়া এদিন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে