শনিবার, ২০ মার্চ, ২০২১, ০৩:৩৭:০২

এবার দেখা দিয়েছে ফুসফুসে ইনফেকশন, খাবারও খেতে পারছেন না রিজভী

এবার দেখা দিয়েছে ফুসফুসে ইনফেকশন, খাবারও খেতে পারছেন না রিজভী

নিউজ ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী করোনা আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

শনিবার (২০ মার্চ) সকালে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, রুহুল কবির রিজভীর জ্বর কমেনি, থেমে থেমে জ্বর আসছে। ফুসফুসে সামান্য ইনফেকশন রয়েছে, কাশিও রয়েছে। এছাড়া তিনি খাবারও খেতে পারছেন না।

এর আগে, বেশ কয়েকদিন ধরে জ্বরে ভোগার পর করোনা টেস্ট করানো হলে গত বুধবার (১৭ মার্চ) তার করোনা পজিটিভ আসে। পরে বৃহস্পতিবার (১৮ মার্চ) তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে