শনিবার, ২০ মার্চ, ২০২১, ০৯:৩৮:০৮

সুখী দেশের তালিকায় বাংলাদেশের ৬ ধাপ উন্নতি, একেবারেই সুখী নয় ভারত!

সুখী দেশের তালিকায় বাংলাদেশের ৬ ধাপ উন্নতি, একেবারেই সুখী নয় ভারত!

নিউজ ডেস্ক : সুখী দেশের তালিকায় এ বছর ৬ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। ১০৭ তম অবস্থান থেকে উঠে এবার বাংলাদেশ আছে ১০১ নম্বরে। তবে মানুষ তার ব্যক্তিগত জীবনে কতোটা সুখী সেটার গড় মূল্যায়ণে বাংলাদেশ তার প্রাপ্ত স্কোর অনুযায়ী তালিকার ৬৮ নম্বরে স্থান পেয়েছে। যা ২০১৭-২০১৯ সালের স্কোরের চাইতে ৯ ধাপ আগে। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়েছে, বরাবরের মতোই তালিকায় প্রথমে রয়েছে ফিনল্যান্ড। গত চার বছর ধরে দেশটি বিশ্বের সবথেকে সুখী দেশ হিসেবে স্বীকৃতি পেয়ে আসছে। জাতিসংঘের সৌজন্যে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট নামের এই বার্ষিক প্রতিবেদনে ১৪৯টি দেশের মধ্যে জরিপ চালানো হয়েছে। এতে ফিনল্যান্ডের পরেই আছে ডেনমার্ক। এরপরই আছে সুইজারল্যান্ড, আইসল্যান্ড ও নেদারল্যান্ডস। 

আগের অবস্থান থেকে চার ধাপ পিছিয়েছে বৃটেন। আগে দেশটির অবস্থান ছিল ১৩তে। তবে এবার সেখান থেকে পিছিয়ে এসে ১৭তে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের অবস্থান এবার ১৯তম। মূলত সুখের পরিমাপক হিসেবে, দেশের সামাজিক সুযোগ-সুবিধা, সামাজিক উদারতা, ব্যক্তিগত স্বাধীনতা, মোট দেশজ উৎপাদন-জিডিপি, গড় আয়ু এবং দুর্নীতির মাত্রা বিষয়গুলোকে বিবেচনা করা হয়। এবার সবথেকে বেশি প্রাধান্য দেয়া হয়েছে করোনা ভাইরাস মহামারীতে মানুষের সার্বিক পরিস্থিতিকে। 

এসব মানদণ্ডে বিশ্বের সবথেকে অসুখী দেশ হিসেবে আফগানিস্তানের নাম উঠে এসেছে। তার পরেই রয়েছে লেসোথো, বোতসোয়ানা, রুয়ান্ডা এবং জিম্বাবুয়ে। অন্যদিকে, ১৪৯ দেশের সমীক্ষা রিপোর্ট বলছে, আমাদের প্রতিবেশী দেশ ভারত রয়েছে ১৩৯ তম স্থানে। অর্থাত্‍ ভারতীয়রা একেবারেই সুখী নয়। সমীক্ষা রিপোর্ট বলছে ২০১৯ সালের থেকে আরও বেশি দুঃখে দিন কাটিয়েছেন ২০২০ সালে ভারতীয়রা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে