এবার তারেকের সম্পদের সন্ধানে দুদক
ঢাকা : এবার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের যাবতীয় সম্পদ ও আয়ের উৎস অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার কঠোর গোপনীয়তার মধ্যে অনুষ্ঠিত কমিশনের চেয়ারম্যান মো. বদিউজ্জামানের সভাপতিত্বে সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
দুদক সূত্রের খবর, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের লন্ডনে অবস্থানকালে ব্যয় ও আয়ের উৎস সম্পর্কে প্রশ্ন ওঠায় দুদক এ সিদ্ধান্ত নিয়েছে। ফলে দুদকের পক্ষ থেকে তারেক রহমানের বিরুদ্ধে এ ধরনের উদ্যোগ এই প্রথম নেওয়া হলো।
সূত্রের দাবি, দুদকের উপপরিচালক মো. হারুনুর রশিদকে বিষয়টি অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি তারেক রহমানের স্থাবর-অস্থাবরসহ সকল সম্পদ ও অর্থের অনুসন্ধান করবেন।
এর আগে ২০০৯ সালের ২৬ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থপাচার মামলা করে দুদক। সে মামলায় বিশেষ জজ আদালত-৩ এর তৎকালীন বিচারক মো. মোতাহার হোসেন ২০১৪ সালের ১৭ নভেম্বর তারেক রহমানকে বেকসুর খালাস দেন।
৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ