বিএনপি জোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ইসলামী ঐক্যজোটের
ঢাকা : বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ইসলামী ঐক্যজোট।আজ দলটির নেতারা এমন ঘোষণা দিয়েছেন।
২০০১ সালের জাতীয় নির্বাচনের আগে বিএনপির নেতৃত্বে চার-দলীয় জোট গঠিত হয়। এই জোটের অন্য তিনটি দল হলো- জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও ইসলামী ঐক্যজোট।
পরে এটি পর্যায়ক্রমে ২০-দলীয় জোটে পরিণত হয়। জোট গঠনকালীন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ছিলেন প্রয়াত মুফতি ফজলুল হক আমিনী। বর্তমানে দলটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন আব্দুল লতিফ নেজামী।হঠাৎ কেন এ ধরনের সিদ্ধান্ত নিলেন এমন প্রশ্নই এখন সবার মুখে মুখে। তবে এ বিষয়ে বিএনপি নেতারা এখনো মুখ খুলেননি। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন সিনিয়র নেতা বলেন, এক্ষেত্রেও সরকারের হাত রয়েছে।
৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ