ঢাকা : ফের শারীরিক অবস্থার অবণতি ঘটেছে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদের।চিকিৎসার জন্য ঢাকা ক্যান্টনমেন্টে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি রয়েছেন
বুধবার সকালে জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জাপার প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায়।সেখানে তিনি চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ