বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০১৬, ০২:১৯:২৯

মুরগী কবিরের বত্রিশটি দাঁত ফেলে দেয়ার ইচ্ছে রনির

মুরগী কবিরের বত্রিশটি দাঁত ফেলে দেয়ার ইচ্ছে রনির

ঢাকা: আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মওলা রনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়কার এক মুরগী ব্যবসায়ীর বত্রিশটি দাঁত চড় মেরে ফেলে দেওয়ার ইচ্ছাপোষণ করেছেন। বৃহস্পতিবার দুপুর একটার দিকে তিনি তার ফেসবুক পেজে ‘একজন মুরগী কবির এবং আমাদের মহান মুক্তি যুদ্ধ!’ শিরোনামে একটি লেখায় এই ইচ্ছাপোষণ করেন। রনি তার ফেসবুক পেজে যা লিখেছেন তা পাঠকদের জন্য হুবুহ তুলে ধরা হলো, ‘কবির নামে আমার একজন ভাই রয়েছে যার জন্ম মুক্তিযুদ্ধের ঠিক ৮ বছর পরে হয়েছে। -মাঝে মধ্যে ভাবি- কবির যদি মুক্তিযুদ্ধের সময় তাগড়া যুবক থাকতো এবং যুদ্ধে না গিয়ে উল্টো- -হানাদারদের দোসর হিসেবে ক্যান্টনমেন্টে মুরগী সাপ্লাইয়ের ব্যবসার মাধ্যমে মুরগী কবির খেতাব হাসিল করতো- -পরবর্তীতে নিজের কুকীর্তি ঢাকার জন্য বিরাট এক আদর্শিক নেতা সেজে সারাক্ষন বকর বকর করতো। তাহলে বড় ভাই হিসেবে আমি কি করতাম? -আমি চড় মারতে মারতে মুরগী কবিরের বত্রিশটি দাঁত ফেলে দিতাম। -পরিবারের অন্য সবাইকে নিয়ে তাকে প্রথমে গৃহবন্দী করতাম এবং পরে আর্ন্তজাতিক অপরাধ-ট্রাইবুনালের নিকট হস্তান্তর করতাম।’ ৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে