বুধবার, ৩১ মার্চ, ২০২১, ০৯:৪৭:৫২

হেফাজতের দেওয়া আগুনে পুড়ল পবিত্র কোরআন শরীফও

হেফাজতের দেওয়া আগুনে পুড়ল পবিত্র কোরআন শরীফও

নিউজ ডেস্ক: হেফাজতের তান্ডব থেকে রক্ষা পায়নি পবিত্র কোরআন শরীফও। ওই দিন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহাদৎ হোসেন শোভনের বাসভবনের একটি ঘরে আগুন দিলে সেখানে থাকা কোরআন শরীফ পুড়ে যায় বলে নিশ্চিত করেছেন ওই নেতা।

মঙ্গলবার ক্ষতিগ্রস্থ বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায় এখনো বাতাসে পোড়া গন্ধ। সদর উপজেলা ভূমি অফিসের একটি কাগজও রক্ষা পায়নি আগুন থেকে। সেখানকার হামলা পরিকল্পিত বলেই ধারণা পাওয়া যায় প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে। তাঁরা জানান, ওই অফিসে ঢুকে প্রথমেই সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলা হয়। পরে পানির লাইন কেটে ফেলা হয় যেন আগুন নেভানোর কাজে ব্যবহার না করা যায়।

কথা হলে সহকারি কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান বলেন, ‘অফিসের একটি কাগজও অক্ষত নেই। এখানে জমি সংক্রান্ত অনেক রেকর্ড থাকে। যে কারণে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হবে।’ আপাতত ওই অফিসের সেবা বন্ধ রাখা হয়েছে বলে তিনি জানান।

ভূমি অফিসের পাশেই সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন। সেখানে দায়িত্বরত ছিলেন কয়েকজন বিজিবি সদস্য। ভেতরে পোড়া দৃশ্য দেখে নিজেদের হতাশার কথা বলাবলি করছিলেন দুই সাংস্কৃতিমনা মানুষ। কথা হলে সঙ্গীতাঙ্গনের সাধারন সম্পাদক মনজুরুল আলম বলেন, ‘২০১৬ সালের ১২ জানুয়ারিও এখানে অগ্নিসংযোগ করা হয়।’ ১৯৫৬ সালে প্রতিষ্ঠার পর পাকিস্তান আমলে মৌলবাদ সরকার ক্ষমতায় থাকলেও দেশ স্বাধীনের আগে এ ধরণের ঘটনা ঘটেনি বলে তিনি জানান। এবারের ধ্বংসযজ্ঞে গান পাউডার ব্যবহার করা হয় বলেও তিনি অভিযোগ করেন।

পোড়া গন্ধ আসে পৌরসভা কার্যালয়ের সামনে ও ওস্তাদ আলাউদ্দিন খাঁ মিলনায়তন থেকে। একাধিক ব্যক্তি পোড়া দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারছিলেন না। বিনোদনের এ মিলনায়তনে কয়েক কোটি টাকার ক্ষতি হয় বলে ধারণা পাওয়া যায়। ক্ষতিগ্রস্থ পৌর ভবনেও তালা দেখা যায়।-কালের কণ্ঠ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে