শনিবার, ০৩ এপ্রিল, ২০২১, ১১:০০:৪২

কোনও আলেম-ওলামা গ্রেপ্তার করলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি হেফাজত নেতাদের

কোনও আলেম-ওলামা গ্রেপ্তার করলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি হেফাজত নেতাদের

নিউজ ডেস্ক: মোদিবিরোধী আন্দোলনে সহিংসতার ঘটনার মামলায় কোনও আলেম-ওলামা ও তৌহিদীজনতাকে গ্রেপ্তার না করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। যদি গ্রেপ্তার করা হয় তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন হেফাজত নেতারা।

শুক্রবার (২ এপ্রিল) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে এ হুঁশুয়ারী দেন তারা।

বায়তুল মোকাররম, হাটহাজারী ও যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন জায়গায় মসজিদ-মাদরাসায় হামলার প্রতিবাদে এবং ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত সহিংসতায় মাদরাসাছাত্র-তৌহিদীজনতা নিহতের ঘটনায় জড়িতদের বিচার দাবিতে হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি এ সমাবেশের আয়োজন করে।

বিকেল সোয়া ৫টার দিকে জেলা শহরের টি.এ. রোডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। সমাবেশকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে জেলা পুলিশ। টি. এ. রোড ও আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে