শনিবার, ০৩ এপ্রিল, ২০২১, ০৪:৩৪:০০

লকডাউনে গার্মেন্টস খোলা-বন্ধ নিয়ে সিদ্ধান্ত আসছে

লকডাউনে গার্মেন্টস খোলা-বন্ধ নিয়ে সিদ্ধান্ত আসছে

নিউজ ডেস্ক: করোনা পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করছে সরকার। তবে দেশের অর্থনীতির চাকা গতিশীল রাখার লক্ষ্যে গার্মেন্টস কারখানাগুলো চালু রাখার প্রয়োজন হতে পারে। 

এ ব্যাপারে শনিবার (৩ এপ্রিল) বিকেলে সিদ্ধান্ত হওয়ার কথা। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ড. রুবানা হক এই তথ্য জানিয়েছেন।

শনিবার দুপুরে গণমাধ্যমকে তিনি বলেন, আজ বিকেল ৪টার সময় সরকারের সঙ্গে গার্মেন্টস মালিকদের বৈঠক আছে।  সে বৈঠকের পর বলা যাবে গার্মেন্টস কারখানা খোলা রাখা যাবে-কি যাবে না। খোলা রাখতে হলে কোন প্রক্রিয়ায় রাখব সেটা মিটিং শেষে বিকেলে বলতে পারব।

এদিকে রোজা ও ঈদ সামনে রেখে লকডাউনের এক সপ্তাহ ৪ ঘণ্টার জন্য দোকান খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। শনিবার (৩ এপ্রিল) সারাদেশে লকডাউন ঘোষণার পর তারা এই দাবি জানিয়েছেন।

সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। শনিবার (৩ এপ্রিল) সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজ বাসভবনে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে