সোমবার, ০৫ এপ্রিল, ২০২১, ১১:২৮:০০

কোথাও আইসিইউ বেড খালি না থাকায় রাস্তায় ঘুরতে ঘুরতে বিনা চিকিৎসায় বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালকের মৃত্যু

কোথাও আইসিইউ বেড খালি না থাকায় রাস্তায় ঘুরতে ঘুরতে বিনা চিকিৎসায় বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালকের মৃত্যু

নিউজ ডেস্ক: করোনাভাইরাস এখন চীন ছাড়াও বিশ্বের ৮০টি দেশে ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাস সংক্রমণরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে কিছুটা হলেও সবাই এখন সচেতন।এমতাবস্তায় দেশে চলছে লকডাউন।

কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মহিদুল হক। রোববার মধ্যরাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে অক্সিজেন সাপোর্টের জন্য তাকে নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছোটেন পরিবারের সদস্যরা।

কোথাও আইসিইউ বেড খালি না থাকায় তাকে হাসপাতালে ভর্তি করাতে পারেননি তারা। রাস্তায় ঘুরতে ঘুরতে বিনা চিকিৎসায় ভোর ৫টা ২০ মিনিটে মারা যান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে