বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০১৬, ০৬:১২:২৭

‌‘একটি বিষয় মেনে নিলে সংলাপ’

‌‘একটি বিষয় মেনে নিলে সংলাপ’

ঢাকা : সংলাপের কথা বললে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে একটি কথা স্বীকার করে নিতে হবে। নিয়মতান্ত্রিক রাজনীতির পথে ফিরে এসে ক্ষমতাসীন সরকারকে তিনি বৈধ বললে সংলাপ হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। বিএনপি নেত্রী এখন আর বিএনপির সম্পদ নয় বরং দলটির বোঝা বলেও মন্তব্য করেন তিনি। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে রমনা থানা আওয়ামী লীগ আয়োজিত হরতালের প্রতিবাদে এক সমাবেশে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, সন্ত্রাসী-মানবতাবিরোধীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বেগম জিয়াকে নিয়মতান্ত্রিক রাজনীতির পথে ফিরে আসতে হবে। আপনার নেতাকর্মীরা আর আপনাকে সম্পদ মনে করেন না। আপনার কারণেই বিএনপির আজকের দুর্দশা। আপনি (খালেদা) সবার কাছ থেকে প্রত্যাখান হয়ে এখন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন সংলাপের জন্য। ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির এই বোঝার হাত থেকে দেশ এবং বিএনপিকে রক্ষা করুন। যার হাতে পোড়া মানুষের গন্ধ, জঙ্গি- সন্ত্রাসীদের সঙ্গে যাদের সম্পর্ক, যারা দেশি-বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীকে মদদ দেয়, তাদের সঙ্গে আওয়ামী লীগের কোনো সংলাপ হতে পারে না। সাবেক এই মন্ত্রী বলেন, ২০১৯ সালের আগে দেশে কোনো নির্বাচন হবে না। আপনি নিজের ভুলক্রুটি জন্য যদি জনগণের কাছে ক্ষমা চান। নিয়মতান্ত্রিক রাজনীতির পথে ফিরে আসুন। রমনা থানা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, দলটি কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ। ৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে