নিউজ ডেস্ক: পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ ৮৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এসময় আরও ৬০০ জনকে অজ্ঞাতনামা হিসেবে উল্লেখ করা হয়।
বুধবার পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করে।
এর আগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নরেন্দ্র মোদির সফরকালে দেশে সহিংসতার ঘটনায় সারাদেশে মোট ২৫টি মামলা হয়েছে। সরকারের পক্ষ থেকে ওই ঘটনার জন্য হেফাজতকে দায়ী করা হলেও মামলাগুলোতে সংগঠনটির নেতাদের নাম দেওয়া হয়নি।