শাহনাজ মুন্নী এখন বসুন্ধরার নতুন টিভি চ্যানেলে
ঢাকা : বসুন্ধরা গ্রুপের নতুন টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোরে যোগ দিয়েছেন সাংবাদিক শাহনাজ মুন্নী। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে চ্যানেলটিতে প্রধান বার্তা সম্পাদক হিসেবে যোগ দেন তিনি।
নতুন কর্মস্থলে যোগদান প্রসঙ্গে শাহনাজ মুন্নী গণমাধ্যমকে বলেন, এটা আমার ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জ। দীর্ঘ ১৫ বছরের সাংবাদিকতার ক্যারিয়ারে যে অভিজ্ঞতা হয়েছে তা কাজে লাগিয়ে চ্যানেলটিকে সমৃদ্ধ করার আপ্রাণ চেষ্টা করবো। এ জন্য সবার কাছে দোয়া চাই।
শাহনাজ মুন্নী টিভি সাংবাদিকতায় ক্যারিয়ার শুরু করেন একুশে টিভির মাধ্যমে। চ্যানেলটির সূচনা লগ্ন থেকেই সফলভাবে কাজ করেন তিনি। এরপর ২০০৩ সালে এটিএন বাংলায় সিনিয়র রিপোর্টার হিসেবে যোগ দেন তিনি।
দীর্ঘ একযুগ এ চ্যানেলে সফলতার সঙ্গে কাজ করে তিনি সিনিয়র রিপোর্টার থেকে পর্যায়ক্রমে স্পেশাল করেসপন্ডেন্ট, চিফ রিপোর্টার, নিউজ এডিটর এবং জয়েন্ট চিফ নিউজ এডিটর হিসেবে দায়িত্ব পালন করেন। শাহনাজ মুন্নী একজন জনপ্রিয় গল্পকার ও লেখিকা।
৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�