সোমবার, ১২ এপ্রিল, ২০২১, ০৬:৩৪:০৫

খালেদা জিয়ার জন্য বৈঠকে মেডিকেল বোর্ড

খালেদা জিয়ার জন্য বৈঠকে মেডিকেল বোর্ড

নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করতে সোমবার বৈঠকে বসেছে তার ব্যক্তিগত মেডিকেল বোর্ড। তারা করোনাভাইরাসে আক্রান্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থা জেনে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন চিকিৎসক দলের সদস্যরা।

সোমবার বিকালে গুলশানে চেয়ারপারসনের বাসা ‘ফিরোজায়’ বৈঠকে বসে মেডিসিন ও বক্ষ ব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক এফ এম সিদ্দিকীর নেতৃত্বে মেডিকেল বোর্ড। বিকাল ৫টায় তারা গুলশানের বাসায় প্রবেশ করেন।

মেডিকেল বোর্ডে আরও যারা রয়েছেন- বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক আব্দুস শাকুর খান, ইউরোলোজিস্ট অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন ও ডা. আল মামুন।

খালেদা জিয়া ছাড়াও ‘ফিরোজা’ বাসভবনের আরও ৮ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। এরমধ্যে দুজনকে নিজেদের বাড়িতে পাঠানো হয়েছে।

খালেদা জিয়া গত শনিবার করোনা পরীক্ষার জন্য নমুনা আইসিডিডিআরবিতে দেন। শনিবার রাতেই রিপোর্ট দেওয়া হয়। সেখানে দেখা যায়, বিএনপির চেয়ারপারসন করোনায় আক্রান্ত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে