সোমবার, ১২ এপ্রিল, ২০২১, ০৭:৪১:২৩

লকডাউনে ঢাকায় চড়া দামের আশায় সুজন মিয়ার গাঁজা ‘রপ্তানি’

লকডাউনে ঢাকায় চড়া দামের আশায় সুজন মিয়ার গাঁজা ‘রপ্তানি’

নিউজ ডেস্ক: গাড়ি ভর্তি গাঁজা নিয়ে ঢাকা যাওয়ার পথে কুমিল্লার মুরাদনগর থানা পুলিশ সুজন মিয়া নামের এক মাদক কারবারিকে আটক করেছে। রবিবার দিবাগত রাতে উপজেলা সদরের হোমনা রোড থেকে ওই যুবককে আটক করা হয়। আটক সুজন মিয়া (১৬) জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর গ্রামের জাকির হোসেনের ছেলে।

মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান বলেন, ঢাকার উদ্দেশে বিপুল পরিমাণ গাঁজা যাবে এমন খবরে আমি একদল সঙ্গীয় ফোর্স নিয়ে মুরাদনগর-হোমনা সড়কের গোল চক্করে অবস্থান করি। একটি অটোরিকশার গতিবিধি সন্দেহ হলে তাকে থামিয়ে তল্লাশি করি। পরে এ সিএনজি থেকে ২টি স্কুল ব্যাগে ১৬ কেজি ও একটি শপিং ব্যাগে ৪ কেজিসসহ মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করি।

তিনি আরো বলেন, লকডাউনে চড়া দাম পাওয়ার আশায় সে গাঁজাগুলো ঢাকা নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় সোমবার দুপুরে মাদক ব্যবসায়ী সুজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে