নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে আজ দুপুরে তাঁর বাসভবনে যাচ্ছে তাঁর ব্যক্তিগত চিকিৎসক দল।
আজ সোমবার (১২ এপ্রিল) বেলা আড়াইটার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় যাওয়ার কথা রয়েছে চিকিৎসক দলের।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'ম্যাডামের শরীরে করোনার কোনো উপসর্গ নেই। তবে শরীরের অভ্যন্তরে কোনো সমস্যা সৃষ্টি হচ্ছে কি-না তা জানতে নিয়মিত তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। আমরা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করতে আজ বেলা আড়াইটার দিকে তাঁর বাসভবনে যাব।'
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকীর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলের আজ তাঁকে দেখতে যাওয়ার কথা রয়েছে বলেও জানান ড. মামুন।