নিউজ ডেস্ক: রাজধানী থেকে হেফাজত ইসলামের আরেকজন কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করা হয়েছে। তার নাম মুফতি শরিফউল্লাহ। তিনি হেফাজতের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক।
মঙ্গলবার যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ) ইফতেখায়রুল ইসলাম যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। মুফতি শরিফউল্লাহ ২০১৩ সালের ৬ মে যাত্রাবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি।