বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১, ০৮:৪১:০৯

কিছুক্ষণের মধ্যে হাসপাতালে নেয়া হচ্ছে খালেদা জিয়াকে

 কিছুক্ষণের মধ্যে হাসপাতালে নেয়া হচ্ছে খালেদা জিয়াকে

নিউজ ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সিটিস্ক্যান করাতে কিছুক্ষণের মধ্যে হাসপাতালে নেয়া হবে। বৃহস্পতিবার ( ১৫ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে এ নেয়ার কথা জানা গেছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপতালে সিটিস্ক্যান করানোর হবে। এর আগে, করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিটিস্ক্যান করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব দ্রুত খালেদা জিয়ার সিটিস্ক্যান করানো হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক এফএম সিদ্দিকী।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় খালেদা জিয়াকে দেখার পরে সাংবাদিকদের ব্রিফ করেন এফএম সিদ্দিকী। এ সময় বেগম খালেদা জিয়ার সিটিস্ক্যান করানোর সিদ্ধান্ত জানান তিনি।

এসময় তিনি বলেন, খালেদা জিয়ার সকালে জ্বর আসলেও এখন তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। তার ব্লাড রিপোর্ট ভালো। আমরা তার সিটিস্ক্যান করানোর সিদ্ধান্ত নিয়েছি। যে কোনো সময় এ সিটিস্ক্যান করানো হবে। ইতোমধ্যেই আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছি।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসাবে গত ১০ এপ্রিল তিনি নমুনা দেন। ওই রাতেই ফল পজিটিভ আসে। পরদিন রোববার বিকালে জরুরি সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়া ছাড়াও তার গৃহকর্মী ফাতেমাসহ বাসার মোট নয়জন করোনায় আক্রান্ত হয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে