নিউজ ডেস্ক: কারাবন্দিদশা থেকে মুক্তির পর ২০২০ সালের ২৫ মার্চ গুলশানের ভাড়াবাসা ‘ফিরোজা’য় সেই যে উঠেছিলেন, আর বের হওয়া হয়নি। এক বছরেরও বেশি সময় অর্থাৎ ৩৮৬ দিন পর ‘ফিরোজা’ থেকে বের হলেন খালেদা জিয়া। করোনা আক্রান্ত বিএনপি প্রধানকে রাজধানীর এভারকেয়ার হসপিটালে (সাবেক অ্যাপোলো হসপিটাল) নিয়ে যাওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে ‘ফিরোজা’ থেকে বের হয় খালেদাকে বহনকারী গাড়ি। গাড়ির পেছনের আসনে বেগুনী রঙের পোশাক পরা খালেদার সঙ্গে আরও একজনকে দেখা যায়। গাড়ির সামনের আসনে দেখা যায় তার গৃহকর্মী ফাতেমাকে।
সূত্র জানিয়েছে, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হসপিটালে নিয়ে খালেদার সিটি স্ক্যান করানো হবে।