বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১, ১১:১১:৫৭

সিটিস্ক্যান শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া

সিটিস্ক্যান শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিটি স্ক্যান শেষে গুলশানের বাসা ফিরোজার ফিরেছেন করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে খালেদা জিয়াকে বহন করা গাড়িটি বাসায় পৌঁছে।

এর আগে, রাত ১০টা ২৫ মিনিটের দিকে হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওনা হন খালেদা জিয়া।

বৃহস্পতিবার রাত ৯টা ৪০মিনিটের দিকে এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ গেট বন্ধ করে দেয়। তখন জানতে চাইলে নিরাপত্তাকর্মী জাহিদ আকবর বলেন, ‘অর্ডার আছে, ঢুকতে হলে কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়া আর কেউ ঢুকতে পারবে না।’

হাসপাতালে বেগম জিয়ার সঙ্গে ছিলেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. আল মামুন ও গৃহপরিচারিকা ফাতেমা।

রাত সোয়া ৯টার দিকে ‘ফিরোজা’ থেকে বের হয় সাবেক প্রধানমন্ত্রীকে বহনকারী গোল্ডেন কালারের একটি প্রাইভেটকার। গাড়ির পেছনের আসনে বেগুনী রঙের পোশাক পরা খালেদার সঙ্গে আরো এক নারীকে দেখা যায়। গাড়ির সামনের আসনে দেখা যায় তার গৃহকর্মী ফাতেমাকে। সবারই মুখে মাস্ক ছিল।

এর আগে বৃহস্পতিবার বিকেলে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকেরা। চিকিৎসা শেষে অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী সাংবাদিকদের বলেন, ‘গত দুদিনে ম্যাডামের অবস্থা আর বর্তমান অবস্থার রিপোর্ট করেছি। তাতে আমরা দেখেছি, উনার শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। উনার অক্সিজেন সেচুরেশন ভালো আছে। ব্লাডের রিপোর্টও ভালো আছে। তবে গতকাল রাতে উনার জ্বর ছিল, আজ সকালেও জ্বর ছিল একশর মতো। তবে উনি ভালো আছেন, স্টেবল আছেন।’

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, গত রোববার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তখন থেকে গুলশানের বাসায় অবস্থান করছেন। তার বাসার আরও কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন। শুরু থেকেই খালেদা জিয়ার স্বাস্থ্যের দেখভাল করছেন এফ এম সিদ্দিকীর নেতৃত্বে একদল চিকিৎসক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে