রবিবার, ১৮ এপ্রিল, ২০২১, ১০:২৮:৫৭

কান ধরে ব্যবসা ছেড়ে দিতে চাই: অ্যাপেক্স এমডি

কান ধরে ব্যবসা ছেড়ে দিতে চাই: অ্যাপেক্স এমডি

নিউজ ডেস্ক: বাংলাদেশের করব্যবস্থাকে চূড়ান্ত রকমের ব্যবসা–অবান্ধব বলে উল্লেখ করেছেন অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ নাসিম মঞ্জুর। তিনি বলেন, করব্যবস্থা চূড়ান্ত রকমের ব্যবসা–অবান্ধব। এ কারণে ব্যবসা বন্ধ করেই দেওয়া উচিত। আমরা যারা বাংলাদেশে ব্যবসা করি, আমরা কাল থেকে কান ধরে ব্যবসা ছেড়ে দিতে চাই।

শনিবার (১৭ এপ্রিল) এক ভার্চ্যুয়াল সভায় অংশ নিয়ে এসব কথা বলেন সৈয়দ নাসিম মঞ্জুর।

‘লাভ হোক আর লোকসান, যা-ই হবে, কর দিতেই হবে, সেই পদ্ধতির সমালোচনা করে তিনি বলেন, যারা কর দেয় না, তারাই ভালো থাকবে। আর আমরা মরবো। এই ধরনের ব্যবসার মধ্যে আর আমরা নেই। করব্যবস্থা ঠিক করেন। অন্যথায় বর্তমান ব্যবসাই থাকবে না, নতুন বিনিয়োগের তো প্রশ্নই ওঠে না।’

অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) উদ্যোগে এ ভার্চ্যুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে