নিউজ ডেস্ক: শ্বাসকষ্টে থাকা মাকে অক্সিজেন সিলিন্ডারসহ মোটরসাইকেলে করে শেরে বাংলা মেডিক্যাল কলেজে চিকিৎসা নিয়ে আসার সময় এক পুলিশ কর্মকর্তা সেই ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলে ভাইরাল হয়। এরপরই নড়েচড়ে বসেন গণমাধ্যম কর্মীরা। ছবিটি ফেসবুকে পোস্ট করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সার্জেন্ট তৌহিদ মোর্শেদ টুটুল।
শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া সেই শিক্ষিকা সেলিনা পারভিন। রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন করোনা ওয়ার্ডে কর্মরতরা। সেলিনা নিজেও জানিয়েছেন, তিনি আগের চেয়ে কিছুটা ভালো বোধ করছেন।
মোটরসাইকেল চালক হচ্ছেন রোগীর ছেলে কৃষি ব্যাংকের ঝালকাঠি শাখার কর্মকর্তা জিয়াউল হাসান। পেছনে বসা ছিলেন তার মা ও নলছিট বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রেহানা পারভিন। ঝালকাঠির নলছিটি পৌর শহরে তারা বসবাস করেন।