নিউজ ডেস্ক: দেশে ‘সর্বাত্মক লকডাউন’ চলাকালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা টানা তৃতীয় দিনের মতো ১শ ছাড়িয়েছে। রোববার (১৮ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সেখানে বলা হয়, দেশের করোনায় তৃতীয় দিনে ১০২ জনের মৃত্যু হয়েছে। এর আগের দুইদিন ১০২ জন করে মৃত্যু হয়।
চলতি মাসে করোনায় আক্রান্ত হয়ে ১৩৩৯ জনের মৃত্যু হয়েছে। আর গত তিন দিনে মৃত্যু হল মোট তিনশ চার জনের। দেশে গত তিনদিনের মৃত্যুহার বিবেচনা করলে কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রতি ১৫ মিনিটে একজনের মৃত্যু হচ্ছে। আর এপ্রিল মাসের মৃত্যু হার বিবেচনা করলে, কোভিড-১৯ আক্রান্ত হয়ে এই মাসে প্রতি ১৮ মিনিটে একজনের মৃত্যু হচ্ছে।