নিউজ ডেস্ক: হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি টিম। রবিবার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে তাঁকে গ্রেফতারের পর ডিএমপির তেজগাঁও বিভাগের উপ কমিশনারের (ডিসি) কার্যালয়ে আনা হয়। পরে তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় তেঁজগাও থানায়।
ডিসি’র কার্যালয় থেকে বের করে গাড়িতে তোলার সময় মামুনুল হকের ছবি তোলার চেষ্টা করেন গণমাধ্যমকর্মীরা। এই সময় তিনি মুখের মাস্ক খুলে মুচকি হাসেন। অনেকটাই নির্ভার দেখাচ্ছিলো তাঁকে। হেঁটে গাড়ি পর্যন্ত যেতে যেতে ফিসফিস করে কিছু একটা ‘পড়ছিলেন’ তিনি। এর আগে ডিসি’র কার্যালয়ে নেয়ার সময় তাকে তসবীহ্ জপতে দেখা যায়।
এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমকে ডিসি হারুন-অর-রশিদ জানান, ২০২০ সালে মোহাম্মদপুরে ভাঙচুরের ঘটনায় সুনির্দিষ্ট মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে পুলিশ নিশ্চিত হয় সেই ভাঙচুরের ঘটনায় মামুনুল হকের সম্পৃক্ততা আছে। মামুনুল হক নিজেও সেই ঘটনাটি স্বীকার করেছেন বলে জানান তিনি।