সোমবার, ১৯ এপ্রিল, ২০২১, ১২:৩০:৫৮

আলেমদের আটক করে সরকার জুলুম করছে: বাবুনগরী

আলেমদের আটক করে সরকার জুলুম করছে: বাবুনগরী

নিউজ ডেস্ক: আলেমে দ্বীনদের আটক করে রিমান্ডে নিয়ে সরকার জুলুম করছে, এই জুলুমের বিচার হবেই, সেদিন এর কঠোর বিচার হবে। খতমে ইউনুছের দোয়ার আলোচনায় এমনটাই বলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী।

রোববার (১৮ এপ্রিল) হাটহাজারী মাদ্রাসা মসজিদে জুলুম থেকে প্রতিকার পেতে দোয়া ইউনুছের পরিক্ষিত আমল শেষে মোনাজাতের আয়োজন করা হয়েছে। এ সময় এতেক্বাফকারী মুসল্লি, মাদরাসা ছাত্র ও সাধারণ মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করেন জুনায়েদ বাবুনগরী।

বয়ানে তিনি বলেন, জুনায়েদ আল হাবিব, আজিজুল হক ইসলামাবাদী, মন্জুরুল হক আফেন্দিসহ বড় আলেমদেরকে আটক করে নির্যাতন করা হচ্ছে। সর্বশেষ মাওলানা মামুনুল হককে আটক করেছে পুলিশ। পবিত্র রমজান মাসে তাদের কাউকে ইফতার কাউকে সেহেরি করতেও দেয়া হচ্ছে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে