সোমবার, ১৯ এপ্রিল, ২০২১, ০৮:৩২:৩১

যে একটি কারণে ড. ইউনূসকে প্রধানমন্ত্রীর ‘বিশেষ দূত’ করার প্রস্তাব ডা. জাফরুল্লাহর

যে একটি কারণে ড. ইউনূসকে প্রধানমন্ত্রীর ‘বিশেষ দূত’ করার প্রস্তাব ডা. জাফরুল্লাহর

নিউজ ডেস্ক: নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘বিশেষ দূত’ করার প্রস্তাব দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। সোমবার এক চিঠির মাধ্যমে তিনি এই প্রস্তাব দেন। 

কিন্তু ডা. জাফরুল্লাহ ঠিক কী কারণে এই প্রস্তাব দিলেন? চিঠি থেকে জানা গেল, করোনার (কোভিড-১৯) টিকা উৎপাদন সুবিধার জন্য তিনি এই প্রস্তাব দিয়েছেন। 

এ বিষয়ে চিঠিতে ডা. জাফরুল্লাহ বলেন, ‘ট্রিপস চুক্তির বাধ্যতামূলক লাইসেন্সের মাধ্যমে ভ্যাকসিন উৎপাদন সুবিধা সৃষ্টির জন্য নোবেল লরিয়েট ড. মুহাম্মদ ইউনূসকে আপনার বিশেষ দূত করে ইউরোপে পাঠান হোক।’ করোনা মহামারি নিয়ন্ত্রণে চিঠিতে এটিসহ তিনি মোট ১১টি প্রস্তাব দিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে