নিউজ ডেস্ক: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত হোসাইন রাজী ও মাওলানা মঞ্জুরুল ইসলামকে পৃথক তিন মামলায় আরও সাতদিন করে ২১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ এই আদেশ দেন।
এর আগে, ২০১৩ সালের রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানার একটি মামলায় গত ১৫ এপ্রিল এ দুই আসামির ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই রিমান্ড শেষে বুধবার আসামিদের আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করা হয়।