বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১, ১২:১৬:১২

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন বাইডেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন বাইডেন

নিউজ ডেস্ক: ইদানিংকালে সবচেয়ে আলোচিত ইস্যু জলবায়ুর ব্যাপারে গুরুত্ব আরোপ করার ঘোষণা দিয়েছিলেন জো বাইডেন। সেই অনুসারে আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুইদিন ব্যাপী জলবায়ু সম্মেলনের আয়োজন করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও ৪০ দেশের প্রধানকে এই সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন বাইডেন।

যদিও অনলাইনে ভার্চুয়াল আলোচনায় অংশ নেবেন আমন্ত্রিত বিশ্বনেতারা। মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের আমন্ত্রণে এই জলবায়ু সম্মেলনে অংশ নিচ্ছেন তারা। বাইডেন দুইদিন ব্যাপি এই সম্মেলনের জন্য বিশ্ব ধরিত্রি দিবসকে বেছে নিয়েছেন।

আজ বৈশ্বিকভাবেই হুমকিতে আছে জলবায়ু। দিনকে দিন বাড়ছে বিশ্বের তাপমাত্রা। আর যদি তাপমাত্রা বেড়ে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় তাহলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। শুরু হওয়া এই বৈঠকে বক্তারা এ বিষয়টিকে প্রাধান্য দেবেন এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ করনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে