রবিবার, ২৫ এপ্রিল, ২০২১, ০৪:৪২:১৭

করোনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার মৃত্যু

করোনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার মৃত্যু

নিউজ ডেস্ক: করোনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার জিয়াউর রহমান খান মারা গেছেন। করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ জানান, করোনায় আক্রান্ত হয়ে ব্যারিস্টার জিয়াউর রহমান ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রাত ১০টায় তিনি মারা যান।

ব্যারিস্টার জিয়াউর রহমান ঢাকা-২০ আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘদিন আইন পেশার সাথে সম্পৃক্ত ব্যারিস্টার জিয়াউর রহমান খান সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

পরিবারের সদস্যরা জানান, মরহুমের একমাত্র ছেলেও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। ব্যারিস্টার জিয়াউর রহমান খানের বাবা ছিলেন সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খান।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে