বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১, ১০:২৩:৪৪

পোশাক শ্রমিকদের বেতন-বোনাস ২৭ রমজানের মধ্যে দেওয়ার নির্দেশ

পোশাক শ্রমিকদের বেতন-বোনাস ২৭ রমজানের মধ্যে  দেওয়ার নির্দেশ

নিউজ ডেস্ক: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান আগামী ১০ মের (২৭ রমজান) মধ্যে তৈরি পোশাকসহ দেশের সব খাতের শ্রমিকের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, এপ্রিল ছাড়াও এর আগের কোনো মাসের বেতন বকেয়া থাকলে, তাও আলোচ্য সময়ের মধ্যে পরিশোধ করতে হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে ত্রিপক্ষীয় কমিটির সভায় এ নির্দেশনা দেন তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, করোনা পরিস্থিতিতে মালিকপক্ষ সংকটে রয়েছেন। ফলে কারো কারো সমস্যা হতে পারে। কিন্তু যত সমস্যাই হোক, বেতন-বোনাস পরিশোধ করতে হবে। এর কোনো বিকল্প নেই। কীভাবে দেবে, সেটা মালিক বুঝবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে