শনিবার, ০১ মে, ২০২১, ১২:৩৯:৫৭

সাড়ে ১৪ হাজার মানুষকে ইফতারসামগ্রী দিল বরেণ্য আলেম শায়খ আহমাদুল্লাহ'র আস-সুন্নাহ ফাউন্ডেশন

সাড়ে ১৪ হাজার মানুষকে ইফতারসামগ্রী দিল বরেণ্য আলেম শায়খ আহমাদুল্লাহ'র আস-সুন্নাহ ফাউন্ডেশন

নিউজ ডেস্ক:  টালমেটাল সারা বিশ্ব, করোনার প্রভাব থামছেই না, মৃত্যুর মিছিল লম্বা হচ্ছে। এমন পরিস্থিতিতে কাজ হারিয়েছে বহু শ্রমজীবী মানুষ। অন্যদিকে চলছে মুসলমানের সিয়াম সাধনার মাস পবিত্র রমজান। মহিমান্বিত এই রমজানে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছেন দেশের বহু আলেম। কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে এসেছেন।  আবার অন্যরা কোনো সংগঠন বা সংস্থার অধীনে করে যাচ্ছেন মানবসেবা। তেমন কয়েকটি উদ্যোগের কথা তুলে ধরা হলো। 

এদিকে বরেণ্য আলেম ও মিডিয়া ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহর পরিচালিত আস-সুন্নাহ ফাউন্ডেশন রমজানের শুরু থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ইফতারসামগ্রী বিতরণের উদ্যোগ নেয়। এরই মধ্যে সংস্থাটি ২৭ জেলায় ১৪ হাজার ৪০০ মানুষকে সারা মাসের ইফতারসামগ্রী পৌঁছে দিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে