সোমবার, ০৩ আগস্ট, ২০১৫, ০৬:৩৩:২৬

আদালতে খালেদা জিয়া, চলছে জেরা

আদালতে খালেদা জিয়া, চলছে জেরা

নিউজ ডেস্ক : জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিকে ঢাকার বকশিবাজারের বিশেষ আদালতে সোমবার সকাল সাড়ে ১০টায় হাজির হন বেগম খালেদা জিয়া। এখন মামলার বাদী দুদকের উপ-পরিচালক হারুন আর রশীদকে জেরা করছেন বেগম খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট খন্দকর মাহবুব হোসেন।

 

এর আগে এই দুই মামলায় হাজিরা দিতে সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে বের হন বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া। সোমবার  চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ কথা জানিয়েছেন।

ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে হাজিরা দেবেন খালেদা জিয়া। সোমবার মামলা দুটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে।

সোমবার দুই মামলারই বাদী ও প্রথম সাক্ষী দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশিদকে আসামিপক্ষের অসমাপ্ত জেরা ও পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে।

আবেদনে উল্লেখ্য করা হয়- বেগম খালেদা জিয়ার অনুপস্থিতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার সাক্ষ্য নেওয়া হয়েছে তা বাতিল চেয়ে আপিল বিভাগে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে। যা বর্তমানে শুনানির অপেক্ষায় রয়েছে। তা নিষ্পুতি না হওয়া পর্যন্ত মামলাটির সাক্ষ্যগ্রহণ মুলতবি রাখা হোক।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে হাজির না হওয়ায় ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। ৫ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাকে জামিন দেন।

দুর্নীতির ওই দু্ই মামলায় ১৯ মার্চ খালেদা জিয়াসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুবেদ রায়।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের সোয়া পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ওই দুই দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশিবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে