নিউজ ডেস্ক: উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জয়াকে সিঙ্গাপুর নিতে চায় পরিবার। সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফোন করে একথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীর।
ফোনালাপে মির্জা আলমগীর বেগম জিয়ার স্বাস্থ্যের বর্তমান অবস্থা স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।
জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি আদালতের এখতিয়ার বলে বিএনপি মহাসচিবকে জানিয়েছেন। এদিকে, বেগম জিয়াকে সিঙ্গাপুরে নেয়ার বিষয়ে লিখিত কোন আবেদন এখনো করা হয়নি বলে জানিয়েছেন বোন সেলিমা ইসলাম।