শুক্রবার, ০৭ মে, ২০২১, ০৩:১২:২৩

এশার নামাজ পড়া অবস্থায় মৃত্যুবরণ

এশার নামাজ পড়া অবস্থায় মৃত্যুবরণ

নিউজ ডেস্ক: এশার নামাজ পড়া অবস্থায় মৃত্যুবরণ করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চক্ষু বিভাগের চিকিৎসক ডা. মাসুদ পারভেজ (৫৬)।

বৃহস্পতিবার (৬ মে) রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরের নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান বলে জানা গেছে।

ডা. মাসুদ সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ডা. এখলাছ উদ্দিনের বড় ছেলে এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি চমেকের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন চক্ষু বিভাগের আরেক চিকিৎসক ডা. মোহাম্মদুল হক মেজবাহ।

তিনি বলেন, ‘ডা. মাসুদ এশার নামাজ পড়ার সময় অসুস্থ হয়ে পড়ে যান। এরপর তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে