মানিকগঞ্জ: মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে পন্টুন থেকে একটি যাত্রী বোঝাই মাইক্রোবাস নদীতে পড়ে যায়। মাইক্রোবাসটি পদ্মায় ডুবে গেলেও সব যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার (৯ মে) বিকালে ৫ নম্বর ফেরি ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
জীবিত উদ্ধার হওয়া যাত্রীরা হলেন মাইক্রোবাসচালক রিয়াজ হোসেন (৩২), শাহজাহান মণ্ডল (২৫), কামরুজ্জামান (৬০) ও মোহাম্মদ আলিফ (১০)।
পাটুরিয়া ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আশরাফুল ইসলাম বলেন, ঢাকা থেকে মাগুরা যাচ্ছিল মাইক্রোবাসটি। পাটুরিয়া ৫ নম্বর ঘাটের পন্টুনে গাড়িটি ফেরির অপেক্ষায় ছিলেন। পন্টুন থেকে গাড়িটি পেছনের দিকে নিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে মাইক্রোবাসটি পদ্মার পানিতে ডুবে যায়। তবে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা তাৎক্ষণিক ভাবে আরোহীদের জীবিত উদ্ধার করতে সক্ষম হন। পরে ডুবে যাওয়া মাইক্রোবাসটিও উদ্ধার করা হয়।