বুধবার, ১৯ মে, ২০২১, ০৮:৩০:১১

বাংলাদেশের মানুষ ফিলিস্তিনিদের ভালোবাসেন, কিন্তু এতটা ভালোবাসেন তা তিনি ভাবতে পারেননি

বাংলাদেশের মানুষ ফিলিস্তিনিদের ভালোবাসেন, কিন্তু এতটা ভালোবাসেন তা তিনি ভাবতে পারেননি

বাংলাদেশের মানুষের ভালোবাসায় বিস্মিত ফিলিস্তিনের রাষ্ট্রদূত বাংলাদেশের মানুষের ভালোবাসা দেখে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান অনেকটাই বিস্মিত বলে জানিয়েছেন নবীন সমাজসেবক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আহসান ভুইয়া। এ ছাড়া বাংলাদেশ থেকে ফিলিস্তিনে অর্থ সহায়তা করার জন্য একটি নগদ একাউন্ট খোলা হয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবার (১৮ মে) ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সঙ্গে দেখা করার পর ব্যারিস্টার আহসান ভুইয়া ফেসবুকে এসব তথ্য জানান। সাক্ষাৎকালে ফিলিস্তিনিদের সহযোগিতার ব্যাপারে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে বলে জানান তিনি। এসময় তার সঙ্গে ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন ‌‘পরিবর্তন করি’র মহাসচিব আনুষা আনোয়ার। ব্যারিস্টার আহসান ভুইয়া এ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি। ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্যারিস্টার আহসান ভুইয়া বলেন, ‘আজ দুপুরে আমি ঢাকায় অবস্থিত ফিলিস্তিনি দূতাবাসে গিয়েছিলাম। সেখানে রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সঙ্গে আমার সাক্ষাত হয়েছে। তিনি জানান, বাংলাদেশ থেকে ফিলিস্তিনিদের সহায়তা করার জন্য বিকাশে অ্যাকাউন্ট খুলেছেন। তাতে যে পরিমাণ সাহায্য এসেছে তাতে বিকাশের লিমিট ক্রস করেছে। তাই তাকে একটি নগদ অ্যাকউন্ট খুলে দেয়ার ব্যবস্থা করেছি। এসময় আমি খন্দকার মোহাম্মদ সোলায়মান ওরফে (সোলায়মান সুখন) এবং মিশকাত সৈকতের সঙ্গেও কথা বলেছি।’ ব্যারিস্টার আহসান ভুইয়া বলেন, ‘এর আগে বাংলাদেশের মানুষের দাবির প্রেক্ষাপটে বিকাশে একাউন্ট খুলেছেন রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। তিনি জানিয়েছেন, বাংলাদেশের মানুষের ভালোবাসা দেখে আমার খুব ভালো লেগেছে। তিনি জানতেন বাংলাদেশের মানুষ ফিলিস্তিনিদের ভালোবাসেন, কিন্তু এতটা ভালোবাসেন তা তিনি ভাবতে পারেননি।’ তিনি আরও বলেন, ‘ফিলিস্তিনি দূতাবাস থেকে যে বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়েছে তার লিমিটি বাড়ানোর জন্য কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। এ ছাড়া নগদ অ্যাকাউন্ট খোলার ব্যবস্থার পাশাপাশি আমাদের একটি বিকাশ নম্বর দিয়ে এসেছি, যাতে ফিলিস্তিনিদের সহায়তার জন্য টাকা পাঠানো যাবে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে