‘আমরা ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ নির্ধারণ করেছি। এর আগেও একাধিকবার তারিখ দেওয়া হয়েছিল। তবে, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় খুলতে পারিনি। কামনা করছি, সংক্রমণের হার যেন আর না বাড়ে। প্রার্থনা করি, যাতে নির্দিষ্ট সময়েই খুলে দিতে পারি।’- আজ এক অনুষ্ঠানে এই কথাগুলি বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে অনুষ্ঠিত 'ওয়ালটন ল্যাপটপ কোটি টাকার শিক্ষাবৃত্তি’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথিরে বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
তিনি বলেন, ‘গত বছর থেকে আমাদের দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। তবে, শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম বন্ধ হয়নি। আমরা শ্রেণিকক্ষে পাঠদান করতে পারছি না, কিন্তু অনলাইনে পাঠদান অব্যাহত আছে। অনেক সীমাবদ্ধতার কারণে আমরা শতভাগ শিক্ষার্থীর কাছে পৌঁছাতে পারছি না। এর বড় একটি কারণ হচ্ছে ডিজিটাল ডিভাইসের সংকট। জরিপের মাধ্যমে জানতে পেরেছি, ২৫ থেকে ৩০ ভাগ শিক্ষার্থীর কাছে কোনো ডিজিটাল ডিভাইস নেই। এখন পর্যন্ত আমরা ৮০ ভাগ শিক্ষার্থীর কাছে পৌঁছাতে পেরেছি। ৯৩ শতাংশ শিক্ষার্থী অ্যাসাইনমেন্টের সঙ্গে যুক্ত হয়েছে। যতটুকু সম্ভব হচ্ছে, সেটির মাধ্যম আমরা শিক্ষা কার্যক্রম চালু রাখার চেষ্টা করছি।’