সোমবার, ৩১ মে, ২০২১, ০৮:১১:৫৩

এবার মাসিক পাঁচ হাজার টাকা ভাতা চান ভাসানচরের রোহিঙ্গারা

এবার মাসিক পাঁচ হাজার টাকা ভাতা চান ভাসানচরের রোহিঙ্গারা

মাসিক পাঁচ হাজার টাকা ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধার দাবিতে নোয়াখালীর ভাসানচরে বিক্ষোভ করেছেন রোহিঙ্গারা।

সোমবার (৩১ মে) বেলা ১১টার দিকে জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) দুই সহকারী হাইকমিশনারসহ ১৪ সদস্যের প্রতিনিধি দলের সামনে তারা এই বিক্ষোভ করেন।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম এতথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিভিন্ন সুযোগ-সুবিধার দাবিতে রোহিঙ্গারা এই বিক্ষোভ করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে