মঙ্গলবার, ০১ জুন, ২০২১, ০২:৫৬:২২

'আমাদের প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে ফ্রি ফায়ার-পাবজি'

'আমাদের প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে ফ্রি ফায়ার-পাবজি'

দেশে ফ্রি ফায়ার ও পাবজির মতো গেম বন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া। তিনি বলেছেন, ওই দুটি গেম কিশোর-কিশোরী ও তরুণদের মধ্যে আসক্তি তৈরি করেছে। যা মাদকের চাইতেও ভয়াবহ। আমাদের প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (১ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে ফ্রি ফায়ার ও পাবজি বন্ধের দাবিতে স্বেচ্ছাসেবক ‘পথের আলো ফাউন্ডেশন’ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে এসব কথা বলেন তিনি। ন্যাপ মহাসচিব বলেন, ‘ফ্রি ফায়ার আর পাবজি গেম বন্ধে সরকারের মাননীয় মন্ত্রী মোস্তাফা জব্বারের বক্তব্য হতাশাজনক।

তার সাম্প্রতিক বক্তব্য সমগ্র জাতিকে হতাশ করেছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, তিনি দেশের জনগণের প্রতিনিধি নন, এই সকল গেম ব্যবসায়ীদের প্রতিনিধি। তিনি জনগণের স্বার্থ নয়, লুটেরাদের স্বার্থ রক্ষায় ব্যস্ত।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে