বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী আগামী ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকায় উন্নীত করার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বীর মুক্তিযোদ্ধারা আগামী ১ জুলাই মাস থেকে বাড়তি সম্মানী পাবেন।
বৃহস্পতিবার (৩ জুন) সংসদে বাজেট বক্তব্য দেওয়ার সময় তিনি এসব তথ্য জানান।
মাসিক সম্মানীর পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসনের জন্য ৩০ হাজার ‘বীর নিবাস’ নির্মাণ করছে সরকার। বীর নিবাস নির্মাণে ৪ হাজার ১২২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।